সাপের যে চার পা ছিল আপনি কি তা বিশ্বাস করেন? বিশ্বাস না করলে অবশ্যই দেখুন | That Was Four Foot Snake





কথায় আছে সাপের পাঁচ পা দেখেছো? এমন বলা হলেও তা কি কেউ সত্যিই দেখেছে, এর কোনো প্রমাণ নেই। কিন্তু এক সময় চার পা ওয়লা সাপ যে ছিল তার প্রমাণ পাওয়া গিয়েছে ব্রাজিলে।

সামপ্রতি এমনই ১ টি সাপের জীবাশ্ম পেয়েছেন বিজ্ঞানীরা। তারা দাবি করেছেন ১১ কোটি ৩০ লাখ বছর আগে সাপের চার পা ছিল। চার পাওয়ালা সাপের অস্তিত্ব এই প্রথম আবিষ্কার করলেন বিজ্ঞানীরা।

এর আগে পেছনের দিকে ছোট ছোট পাওয়ালা সাপের জীবাশ্ম পেয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু চার পাওয়ালা সাপের যে জীবাশ্ম পাওয়া গেছে, তা বর্তমানে টিকে থাকা সাপের পূর্বপুরুষ।

বিজ্ঞানীদের মতে, পায়ের সাহায্যে চলাচল না করলেও শিকার ধরার সময় পাগুলো কাজে লাগাতো ওই সাপের।

এ ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সিন্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, চার পায়ের সাপেরা পানিতে নয়, ডাঙায় থাকতো। মাটির গর্তে বাস করতো এগুলো। যদি তাইই হয়, তবে এতদিন সমুদ্র থেকে সাপের উৎপত্তির যে তত্ত্ব টি টিকে আছে, তা চ্যালেঞ্জের মুখে পড়বে।

Connect With Us !

G+ : https://goo.gl/iK4DEh
Facebook : https://goo.gl/OfSG29
Twitter : https://goo.gl/XbZ2C9

ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ।

ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই SUBSCRIBE - https://youtube.com/CreativeStories করতে কিন্তু ভুলবেন না।

0 comments: