সত্যিই কি কলম্বাসের আগেই আমেরিকা আবিষ্কার হয়েছিল | America Has Been Discovered Before Columbus
আমরা এতদিন কি জানতাম ক্রিস্টোফার কলম্বাস-ই আমেরিকার আবিষ্কারক হিসেবে বিখ্যাত । কিন্তু যদি বদলে যায় এই তথ্যটি, যে কলম্বাস আমেরিকার আবিষ্কারক নন, তাহলে আপনি কি এটা মেনে নিতে পারবেন ? উঃ টা অবস্যিই না । মেনে নিতে না পারলেও ঘটনাটি কিন্তু সত্য। কারণ একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে, কলম্বাসের প্রায় ২,৮০০ বছর আগেই আমেরিকা আবিষ্কার করেছিল চীন।
নিউ মেক্সিকোর এক বিজ্ঞানী জন রাসক্যাম্প এই গবেষণা করছেন। সম্প্রতি তিনি কিছু পাণ্ডুলিপি উদ্ধার করেছেন। এবং এই তথ্য টি সেখান থেকেই পাওয়া গিয়েছে । রাসক্যাম্পের দাবি, ১,৩০০ খ্রিস্টপূর্বাব্দে আমেরিকায় এশিয়ার মানুষ বসবাস করত। আর কলম্বাস সেখানে যান ১৪৯২ তে। অর্থাৎ আমেরিকা আবিষ্কৃত প্রায় আরও ২,৮০০ বছর আগে। রাসক্যাম্প আরও জানিয়েছেন, চীনের এই পাণ্ডুলিপি এতই পুরনো যে তা ভুয়ো হওয়া অসম্ভব।
পাশাপাশি, আমেরিকার আলবা কোয়্যারের পাথরে খোদাই করা যে লিপি তিনি খুঁজে পেয়েছেন, তা প্রাচীনকালে চীনে ব্যবহৃত হত।
এবং ঐ গবেষক আরও দাবি করেছেন, ৫০০ খ্রিষ্টপূর্বাব্দের হাতীর একটি পিক্টোগ্রাম পাওয়া গিয়েছে। যা থেকে তাঁর দাবি একসময় বহু এশীয় মানুষ ছিলেন আমেরিকায়।
Connect With Us !
G+ : https://goo.gl/iK4DEh
Facebook : https://goo.gl/OfSG29
Twitter : https://goo.gl/XbZ2C9
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ।
ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই SUBSCRIBE - https://youtube.com/CreativeStories করতে কিন্তু ভুলবেন না।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: