বিশ্বের সবচেয়ে ভয়ংকর ও বিশ্বাসঘাতক ৫ টি মৃত্যু পথ | World's 5 Most Dangerous And Treacherous Roads
১. দি আটলান্টিক ওশেন রোড
পাক্কা সাড়ে আট কিলোমিটার লম্বা এই রাস্তাটি, যার অবস্থান রীতিমতো সমুদ্রের মধ্যেই। সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপের সাথে মোট আটটি সেতু জুড়ে তৈরি হয়েছে এই রাস্তা। সমুদ্রে যখন লম্বা আর বড় বড় ঢেউ খেলে যায় তখন ভয়ঙ্কর হয়ে ওঠে এই রাস্তা। ঝড় উঠলে তো কোন কথাই নেই, ওপথে কেউ গিয়েছে তো মরেছে। তবে যেমনই হোক না কেন, পর্যটকদের কাছে বেশ পছন্দের জায়গা এটি।
২. সাউথ ইয়ুঙ্গাস রোড
বলিভিয়ার ৪৩ মাইল লম্বা, ভীতিকর এই রাস্তাকে বলা হয় ডেথ রোড বা মৃত্যুপথ! তবুও এই রাস্তা ধরে কিছু কিছু মানুষকে চলতে হয়, কারণ বেশ কিছু গ্রামে যাওয়ার জন্য এটিই একমাত্র রাস্তা। অজস্র দুর্ঘটনায় প্রতিবছর অন্তত হাজারখানেক মানুষ মারা যায় এই রাস্তায়।
৩. ভিতিম রিভার ক্রসিং
নদী পেরোবার ৬০০ মিটার লম্বা ভিতিমের এই রাস্তা। সাইবেরিয়ার এই ব্রিজটি খুবই সরু এবং বিপজ্জনক। শীতের সময় যখন চারপাশ কুয়াশায় ঢাকা থাকে, অথবা বৃষ্টির দিনে এই রাস্তা পেরোতে চাইলে প্রচণ্ড সাহস এর দরকার।
৪. দ্য শিয়ারি রোড
শিয়ারি থেকে ইশতিয়ারি যাওয়ার পথের এটি ভারতের খুবই দুর্গম একটি রাস্তা। পাথুরে এই রাস্তা রীতিমতো শ্বাসরুদ্ধকর ও বিপজ্জনক। বৃষ্টির সময় কাদা জমে গেলে এই রাস্তাটি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ, রাস্তাটি তখন প্রচণ্ড পিচ্ছিল হয়ে পড়ে এবং যানবাহনের নিয়ন্ত্রণ রাখাও তখন খুবই কঠিন হয়ে যায়।
৫. দ্য হিমালয় রোড
হিমালয় পর্বতে ওঠা যেমন বিপজ্জনক, হিমালয়ের আশপাশের রাস্তাও তেমনই ঝুঁকিপূর্ণ। শীতের সময় পুরো রাস্তাটি তুষার আর পানিতে ভরে যায়। রাস্তাটি এ সময় চরম বিপজ্জনক হয়ে ওঠে এবং কোন ড্রাইভার যদি তখন সাবধানে গাড়ি না চালায়, তাহলে সে যাত্রাই হতে পারে তার শেষ যাত্রা!
Connect With Us !
G+ : https://goo.gl/iK4DEh
Facebook : https://goo.gl/OfSG29
Twitter : https://goo.gl/XbZ2C9
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ।
ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই SUBSCRIBE করতে কিন্তু ভুলবেন না।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: