আপনি কি জানেন ব্যাবিলনের শূন্য উদ্যান সম্পর্কে না জানলে এখনই জেনে নিন | Hanging Gardens of Babylon




আমাদের আজকের বিষয় ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান

আপনারা হয়ত অনেকেই জানে এই বাগান সম্পর্কে ।
ব্যাবিলনের শূন্য উদ্যান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে ৬০০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এই বাগান টি নির্মাণ করেছিলেন।

এই বাগানের জন্য প্রথমে নির্মাণ করা হয়েছিল বিশাল এক ভিত, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট।

ভিতটিকে স্থাপন করা হয়েছিল তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। 

এবং ভিত্তিটি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাড়িয়েছিল ৮০ ফুট। এই ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুস্পবাগ। ৪০০০ শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। এবং এই বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল ১০৫০ জন মালী।

 ৫ থেকে ৬ হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। ৮০ ফুট উচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হত মোটা পেচানো নলের সাহায্যে। কিন্তু দূঃখের বিষয় এইেযে ৫১৪ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

CONTENT SOURCE : https://en.wikipedia.org/wiki/Hanging_Gardens_of_Babylon

Connect With Us !

G+ : https://goo.gl/iK4DEh
Facebook : https://goo.gl/OfSG29
Twitter : https://goo.gl/XbZ2C9

ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ।

ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই SUBSCRIBE - https://youtube.com/CreativeStories করতে কিন্তু ভুলবেন না।

0 comments: