একাট আজব ঘটনা যা দেখলে চোখ কপালে উঠবে আপনার | A Strange Incident
আজব ঘটনা গ্রাম পাহারায় মানুষের শুটকি!
প্রাচীনকাল থেকেই পৃথিবীতে অনেক ধরনের আজব ঘটনা দেখা গেছে এবং আজব সব রিতিনীতিও, আজকে তেমনই একটা আজব ঘটনার কথা বলবো যা দেখলে চোখ কপালে উঠবে আপনার। পাপুয়া নিউগিনির মোরোবে গ্রামে প্রচলন রয়েছে মানুষের শুটকির। সারা বিশ্বে যেখানে মাছ মাংসের শুঁটকি দেয়া হয় সেখানে মোরোবে গ্রাম পাহারায় দেয়া হয় আস্ত মানুষের শুঁটকি!
মানুষের শুটকি তৈরির ক্ষেত্রে মোরোবে গ্রামের আঙ্গা জনগোষ্ঠির ভূমিকাই মূখ্য। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে, এই শুটকি খাওয়ার জন্য করা হয় না। জুজু নামে পরিচিত মানুষের এই শুটকি গ্রামে ঢোকার পথে সাজিয়ে রাখার জন্যই তৈরি করা হয়।
আঙ্গা জনগোষ্ঠির প্রাচীন বিশ্বাস শুটকি করে রাখা এই মৃত মানুষেরা বিপদ থেকে তাদেরকে রক্ষা করবে এবং একই সাথে গ্রামও পাহারাও দিবে। আর সবশেষে মানুষের শুটকি দিয়ে গ্রামের শোভা বাড়ানোর একটা চেষ্টা তো রয়েছেই।
মোরোবে গ্রামে কেউ মারা গেলে মৃত মানুষটির শরীর থেকে সব চর্বি বের করে নেয়া হয়। এরপর মৃতদেহটিকে শুটকি করার সমস্ত প্রাথমিক কাজ সম্পন্ন করা হয় এবং একেবারে গ্রামের সামনে নিয়ে লম্বা বাঁশের তৈরি কোনো মঞ্চে সুন্দর করে ঝুলিয়ে দেওয়া হয়। আর এসব মৃতদের দেহ থেকে বের করে আনা চর্বি ব্যবহার করা হয় রান্নাবান্নার কাজে!
পাপুয়া নিউগিনির সরকার ১৯৭৪ সালে এইভাবে মানুষ শুটকি দেয়ার প্রথাটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু সরকারের কথা অমান্য করে এখনও এই নিয়ম মেনে চলেছে আঙ্গা জনগোষ্ঠি।
Connect With Us !
G+ : https://goo.gl/iK4DEh
Facebook : https://goo.gl/OfSG29
Twitter : https://goo.gl/XbZ2C9
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ।
ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই SUBSCRIBE - https://youtube.com/CreativeStories করতে কিন্তু ভুলবেন না।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: