সত্যিই কি এটি বিশ্বের সবচেয়ে আদিমতম পানি | World’s Most Oldest Water Found In Canada
২০০ কোটি বছরের পুরনো পানির অস্তিত্ব পাওয়া গেছে কানাডার একটি খনিতে। বিজ্ঞানীরা বলছেন, এটিই পৃথিবীর সবচেয়ে আদিমতম পানি।
পৃথিবীর জন্মের প্রায় ২০০ থেকে ২৫০ কোটি বছর পরই যে পানির স্রোতে ভেসে গিয়েছিল পৃথিবী নামের গ্রহ, এটিই সেই পানি। ভূপৃষ্ঠ থেকে মাত্র তিন কিলোমিটার গভীরতায় এ পানির অবস্থান নির্ণয় করেছেন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদরা।
গবেষকরা জানিয়েছেন, প্রায় ২০০ কোটি বছর আগেকার এ জলস্রোত যা এখনও একটি নির্দিষ্ট এলাকাজুড়ে রয়েছে বদ্ধ জলাশয়ের স্রোতের মতো। গবেষকদের দাবি, এটিই পৃথিবীর সবচেয়ে 'আদিমতম জলস্রোত'।
তবে ভূতত্ত্ববিদদের বিশ্বাস, এ পানি এখনও টিকে রয়েছে আদিমতম অণুজীবকে ঘিরে। যাদের সম্পর্কে এখন পরযন্ত তেমন কিছু জানা যায়নি।
তবে অনলাইন জার্নাল 'ফিজিক্স ডট ওআরজি' তে প্রকাশিত এক গবেষণাপত্রে জানা গেছে, ভূস্তরে রয়েছে ওয়াটার টেবিল। আর এর নিচে রয়েছে পাথর ও ধাতব পদার্থের পুরু স্তর । তারও অনেকটা নিচে রয়েছে আদিমতম সেই পানির স্তর। তবে এ পানিতে প্রচুর পরিমাণে সালফেট ও সালফাইড লবণ পাওয়া গেছে।
বলা হয়, পৃথিবীতে পানির অস্তিত্ব মেলে পৃথিবীর জন্মের পরই এবং বর্তমানে পৃথিবীর বয়স ৪৫৪ কোটি বছর।
Connect With Us !
G+ : https://goo.gl/iK4DEh
Facebook : https://goo.gl/OfSG29
Twitter : https://goo.gl/XbZ2C9
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ।
ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই SUBSCRIBE - https://youtube.com/CreativeStories করতে কিন্তু ভুলবেন না।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: