বিশ্বের বুকে একমাত্র ট্যালেন্টেড মুরগি যার কোন তুলনা হয় না | World's Most Talented Chicken
ফরাসি পিয়ানোবাদক ইগোরের প্রিয় পোষা মুরগির নাম প্যাট্রিক। এটা কোনো বিশেষ খবর নয়, বিশেষ খবর হচ্ছে, মনিবের সাথে থাকতে থাকতে পিয়ানো বাজানো শিখে গেছে প্যাট্রিকও।
হাফিংটন পোস্টে প্রকাশিত খবর থেকে জানা যায়, ইগোর যখন পিয়ানো নিয়ে বসতেন, তাঁর কোলে থাকত প্যাট্রিক। এটা ছিলে ইগোর কাছে একটা খেলার মতো, তিনি দেখতে চেয়েছেন মুরগির প্রতিক্রিয়া।
কিছুদিন পর ইগোর আঁচ করতে পারেন যে পোষা মুরগি প্যাট্রিকও পিয়ানো বাজাতে চাইছে। এরপর থেকে ইগোর প্যাট্রিককে পিয়ানোর সামনে ছেড়ে দিতেন । প্যাট্রিকও মুখ দিয়ে পিয়ানোর বোতামগুলোতে ঠোকর দিয়ে বাজাতে শুরু করে দিত।
বিভিন্ন সময়ে প্যাট্রিকের বাজানো সুরের ওপর একটি মিউজিকও তৈরি করে ফেলেছেন ইগোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর পরই বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি করেছে এটি। একটি মুরগির এমন নৈপুণ্যে বিস্মিত হয়েছে দর্শক শ্রোতারাও। বলা যেতে পারে প্যাট্রিক এখন তারকা মুরগি! এবং সম্ভবত এটিই বিশ্বের একমাত্র পিয়ানোবাদক মুরগি!
Connect With Us !
G+ : https://goo.gl/iK4DEh
Facebook : https://goo.gl/OfSG29
Twitter : https://goo.gl/XbZ2C9
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ।
ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই SUBSCRIBE - https://youtube.com/CreativeStories করতে কিন্তু ভুলবেন না।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: