সারা পৃথিবীর অবাক করা বিস্ময় আলেকজান্দ্রিয়ার বাতিঘর | Lighthouse of Alexandria
সারা পৃথিবীর অবাক করা বিস্ময় আলেকজান্দ্রিয়ার বাতিঘর | Lighthouse of Alexandria আলেকজান্দ্রিয়ার বাতিঘর টি সারা পৃথিবীর অবাক করা একটি বিস্ময়। এই বাতিঘর টি খ্রিস্টপূর্ব তৃতিয় শতাব্দীতে মিশরের আলেকজান্দ্রিয়ায় তৈরি করা হয়েছিল। প্রথমে বন্দরের পরিচিতি চিহ্ন হিসেবে তৈরি করা হলেও পরবর্তীকালে এটী বাতিঘর হিসেবে জনপ্রিয় ছিল। বাতিঘরের মূল ভিত্তিভূমির আয়তন ছিল প্রায় ১১০ বর্গফুট এবং উচ্চতা ছিল প্রায় ৪৫০ ফূট। মূল দেহের গোটা শরীরে একটা প্যাচানো সিড়িও ছিল। এই সিড়ি বেয়েই উঠতে হত উপরে। বাতিঘর তৈরির সময় ৪৫০ ফুট উচুতে যে বিশাল অগ্নিকুন্ড জ্বালিয়ে দেয়া হয়েছিল সেটি ধ্বংস হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আর কেউ নিভতে দেখেনি। ৫০ মাইল দূর থেকেও এই বাতিঘরটি দেখা যেত এবং এটি ছিল বিশ্বের প্রাচীন সপ্তার্স্চযের অনন্য একটি নিদর্শন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দ্বাদশ শতকে এক ভয়াবহ ভূমিকম্পে বাতিঘরটি সম্পুর্ন রুপে ধংস হয়ে যায়।
This Video Link : https://youtu.be/-0rsPDj_BMw Connect With Us ! G+ : https://goo.gl/iK4DEh Facebook : https://goo.gl/OfSG29 Twitter : https://goo.gl/XbZ2C9 ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য । ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই SUBSCRIBE - https://www..com/CreativeStories করতে কিন্তু ভুলবেন না।
This Video Link : https://youtu.be/-0rsPDj_BMw Connect With Us ! G+ : https://goo.gl/iK4DEh Facebook : https://goo.gl/OfSG29 Twitter : https://goo.gl/XbZ2C9 ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য । ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই SUBSCRIBE - https://www..com/CreativeStories করতে কিন্তু ভুলবেন না।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: