আগ্নেয়গিরির বিস্ময়কর ও অজানা ৫টি তথ্য | 5 Amazing And Unknown Facts Of Volcano





আগ্নেয়গিরির বিস্ময়কর ও অজানা ৫টি তথ্য | 5 Amazing And Unknown Facts Of Volcano 


১. সমুদ্র এবং পৃথিবীর এই ভূপৃষ্ঠের প্রায় ৮০ ভাগেরই সৃষ্টি হয়েছে বিভিন্ন আগ্নেয়গিরির সক্রিয়তা থেকে। ম্যাগমা, গলিত পাথর এবং আগ্নেয়গিরি ধ্বংসাবশেষই রূপ নিয়েছে বিভিন্ন আকারের ভূখণ্ডে। যেমন পর্বত, মালভূমি, বিভিন্ন দ্বীপ। শুধু ভূপৃষ্ঠই নয়, শত শত মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসই পৃথিবীর বায়ুমণ্ডলের বর্তমান রূপ প্রাপ্তিতে অনেকাংশে দায়ী।

২. পৃথিবীর শুরু থেকে বর্তমান পর্যন্ত ঠিক কতটি আগ্নেয়গিরির অস্তিত্ব দেখা গিয়েছে তার সঠিক হিসাব পাওয়া না গেলেও ভূতাত্ত্বিকদের ধারণা, পুরো পৃথিবীতে সমূদ্রের নিচের আগ্নেয়গিরি ছাড়া ১৩০০ থেকে ১৫০০ আগ্নেয়গিরি রয়েছে। যেগুলো গত ১০ বছরে কোনো না কোনো সময়ে সক্রিয় ছিল। সমুদ্রের পৃষ্ঠে অবস্থিত প্রায় ৫০০টি আগ্নেয়গিরি বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে। যার ৫০ থেকে ৬০টি প্রতি বছরই লাভা উদগিরণ করে।

৩. বেশিরভাগ আগ্নেয়গিরি মহাদেশীয় ধাঁর বা কিনারায় অবস্থিত, যেখানে গঠনাত্মক প্লেটগুলো সংযুক্ত বা বিচ্ছিন্ন হয়েছে।

৪. ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। জাপান ও যুক্তরাষ্ট্রের অবস্থান রয়েছে দ্বিতীয় ও তৃতীয়তে।

৫. হাওয়াই এর ‘মাওনা কেয়া’ হলো সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি। এটি ঢাল বিশিষ্ট আগ্নেয়গিরি। যদি সমুদ্রের নিচের অবস্থিত এর গোড়ার দিক থেকে হিসাব করা হয়, তবে এটি মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু। যার উচ্চতা প্রায় ৩৩ হাজার ৫০০ ফুট।

KEYWORDS : creative stories, আগ্নেয়গিরির বিস্ময়, অজানা ৫টি তথ্য, 5 amazing and unknown facts of volcano, 5 amazing and unknown facts, volcano, 5 amazing volcano facts, volcano facts, amazing volcano facts, আগ্নেয়গিরির অজানা বিস্ময়, আগ্নেয়গিরির অজানা তথ্য, ৫টি তথ্য, আগ্নেয়গিরির অগ্নোতপাত, অগ্নোতপাত, আগ্নেয়গিরি, 5 volcano facts, insane facts about volcanoes, insane facts, facts about volcanoes, top 5 facts about volcanoes, top 5 facts, about volcanic lava,

-------------------------------------------------------------------------------------------------------------

Connect With Us ! 

G+ : https://goo.gl/iK4DEh
Facebook : https://goo.gl/OfSG29
Twitter : https://goo.gl/XbZ2C9

ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য । ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই >>>SUBSCRIBE<<< করতে কিন্তু ভুলবেন না।

0 comments: