আপনি কি বিশ্বের সবথেকে পুরনো বড়শীটি দেখেছেন ? না দেখে থাকলে দেখুন | Worlds Most Oldest Fish Hook
বিশ্বের সবথেকে পুরনো বড়শির সন্ধান পেলেন প্রত্নতত্ত্ববিদরা। জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি গুহায় মাছ ধরার এই বড়শিটি পাওয়া গেছে।মনে করা হচ্ছে, জোড়া বড়শিটি প্রায় ২৩ হাজার বছরের পুরনো! সামুদ্রিক শামুকের খোল কেটে এই বড়শি বানানো হয়েছিল। তাঁরা মনে করছেন যে, এই দ্বীপে প্রায় ৩০,০০০ বছর আগে মানুষের বসবাস শুরু হয়েছিল।
বিজ্ঞানীরা বলছেন, মানব সভ্যতার শুরুর দিকে মৎস্য শিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিলো। তবে এই মাছ ধরার প্রযুক্তি কেমন ছিল সেই বিষয়ে খুব বেশি জানা যায়নি। গোটা পৃথিবীতে শুধুমাত্র ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউ গিনির কোথাও কোথাও এই সংক্রান্ত কিছু তথ্য এবং প্রমাণ পাওয়া যায়। এর আগেও এরকম প্রাচীন বড়শি পাওয়া গিয়েছিলো টিমোরে। সেটা ছিল ১৬ হাজার বছর পুরনো। আর পাপুয়া নিউ গিনিতে যেটা পাওয়া গিয়েছিলো সেটা ছিল ১৮ হাজার বছরের পুরনো।
ওই গুহায় বড়শি ছাড়াও প্রাচীন আরও বেশ কিছু যন্ত্রপাতি পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা, নির্দিষ্ট কিছু মৌসুমে লোকজন এসব গুহায় যেত। ওই সময় সেখানে বিশেষ প্রজাতির সুস্বাদু কাঁকড়া পাওয়া যেত বলে মনে করা হচ্ছে।
Connect With Us !
G+ : https://goo.gl/iK4DEh
Facebook : https://goo.gl/OfSG29
Twitter : https://goo.gl/XbZ2C9
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ।
ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে LIKE করুন, SHARE করুন ও COMMENT করে জানান, এবং নতুন নতুন ভিডিও পেতে অবস্যই SUBSCRIBE - https://youtube.com/CreativeStories করতে কিন্তু ভুলবেন না।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: